ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চুয়াডাঙ্গায় ৩ প্রার্থীর ভোট বর্জন

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে চুয়াডাঙ্গার জুড়ানপুর ইউনিয়নের তিনজন চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।


নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট বর্জন করা প্রার্থীরা হলেন- চুয়াডাঙ্গার জুড়ানপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল প্রতীক), ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী সজিব মাহমুদ (হাতপাখা প্রতীক) ও মোনাজাত উদ্দীন (গোলাপফুল প্রতীক)।


সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে আমাদের অ্যাজেন্টদের বের করে দিয়ে বহিরাগতরা নৌকা প্রতীকে সিল দিচ্ছে। আমরা পুনরায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি।’

ads

Our Facebook Page